
আজ ১১ ফের্্রুয়ারি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা পৌর সদরে পাথফাইন্ডার ল্যাব স্কুলের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাথী কর্মচারী এবং কিছু সংখ্যক অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি তত্ত্বাবধানে করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষক মন্ডলী ও একদল শিক্ষাথী। এই আয়োজন উপলক্ষ্যে পুরো বিদ্যালয় বেলুন ও ফুল দিয়ে সাজানো হয়। প্রথম পর্বে নবীনবরণ এবং দ্বিতীয় পর্বে বিদায় সংবধনা এবং তৃতীয় পর্বে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান উপলক্ষ্যে প্রধান শিক্ষক তাঁর বক্তৃতায় বিদায়ী শিক্ষার্থীদের আসন্ন এসএসসি পরীক্ষার সাফল্য কামনা করেন এরং তাদের উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা করেন। আর নবীন শিক্ষার্থীরা যেন বিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলে, মব দিয়ে পড়ালেখা করে, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকে আর ভালো ফলাফল করে নিজেদের ও বিদ্যালয়ের নাম উজ্জ্বল করে এই আহ্বান জানান। আয়োজনের তৃতীয় পর্বে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণবন্ব অংশগ্রহণ অনুষ্ঠানটি হয়ে ওঠে অত্যন্ত উপভোগ্য।