
গাজীপুরের কালিয়াকৈরে মধ্যপাড়া ইউনিয়নের, চাবাগান ইনস্টিটিউট এন্ড কলেজ ও কবি রজব আলী মাস্টার স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এই স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গনে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ শামছুল আলম এর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ,কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ মুরাদ কবির। এসময় তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিশেষ প্রয়োজন আছে। বর্তমানে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলার চেয়ে মোবাইল নিয়ে বেশি পড়ে থাকতে পছন্দ করে, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শিক্ষার একটি অংশ খেলাধুলা ও শরিরচর্চা করা । আমাদের ছেলে মেয়েদের অনেকেই সাঁতার জানে না । আমাদের দেশ নদী মাত্রিক হওয়ায় প্রায়ই দুর্ঘটনার সম্মুখীন হয় সুতরাং সাঁতার জানা জরুরী। আজকে আমাদের দেশ ক্রিকেটে খ্যাতি অর্জন করেছে ও আমাদের মেয়েরা ফুটবলে এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে । তাই লেখাপড়ার পাশাপাশি নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্ণভাবে ক্রীড়া ও সাংস্কৃতিক চেতনায় গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মোঃ শাহীন আলমগীর, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগ। তিনি বলেন আমাদের তরুণরা খেলাধূলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই দেশে ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করে, দেশ ও জাতীর মান ধরে রাখবে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ কফিল উদ্দিন , সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, টাঙ্গাইল। তিনি প্রতিমাসে শিক্ষকদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করার জন্য শিক্ষকদের অনুরোধ জানান । উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মোঃ আফজাল হোসেন খান , চেয়ারম্যান ৩নং বোয়ালী ইউনিয়ন পরিষদ, মোঃ মনোয়ার হোসেন শাহিন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী , কালিয়াকৈর উপজেলা পরিষদ, মোঃ হাবিল উদ্দিন মাষ্টার, মোঃ ফরিদ আহমেদ,কাজী আলী হোসেন, মোঃ জহিরুল ইসলাম জয় সহ অন্যান্যরা এবং অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক আমিনুল হক দুলাল। দ্বিতীয় পর্বে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়, বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।
সন্ধ্যায়, স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।