
কালিয়াকৈরে, রাতের আধারে ব্যাবসায়ীর উপর অতর্কিত হামলা, মারধর ও নগদ টাকা লুট।
গত ০৬ ফেব্রুয়ারি রাত ৯/৯.৩০টার দিকে কালিয়াকৈর টু ধামরাই রোডের শ্রীফলতলী মোড় এলাকায় , ৮/১০জনের একটি অজ্ঞাত যুবক গ্রুপ, চলন্ত মোটর সাইকেল চালক এক ব্যাবসায়ীকে আঘাত করে ফেলে দিয়ে, এলোপাতাড়ি পিটিয়ে জখম করে ফেলে যায়। উক্ত ব্যাবসায়ীর বাড়ি বলিয়াদী এলাকায় বলে, জানাযায়।কালিয়াকৈর কলেজ রোডের হেলাল উদ্দিন মার্কেটে এম,আর সাউন্ড নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মো: আব্দুর রশিদ,ঐ দিন কাজ সেরে রাতে বাড়ী ফিরছিলেন। ব্যাবসার ২লাখ টাকার বেশী ক্যাশ টাকা নিয়ে তিনি,নিজ মোটর সাইকেল চালিয়ে মাত্র ১ কিলোমিটার রাস্তা অতিক্রম করার পরপরই,শ্রীফলতলী মোড়ে ওৎ পেতে থাকা সংঘবদ্ধ ছিনতাই চক্র, চলন্ত মোটর সাইকেলে আঘাত করে এবং রশিদ ছিটকে পড়ে যায়।এরপর তার কাছে থাকা নগদ ২ লাখ টাকার অধিক (ব্যাবসায়ীর ভাষ্যমতে) টাকা ছিনিয়ে নেয় এবং মুখমণ্ডল সহ দেহের বিভিন্ন স্থানে পিটাতে থাকে।এতে রশিদ গুরুতর জখম হয়। আশপাশের বিভিন্ন লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ,পরবর্তিতে বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ অন্যত্র রেফার্ড করলে, বিশেষ ব্যবস্থাপনায় সাভারের এনাম মেডিকেল হাসপাতালে, ভর্তি করা হয়।
এব্যাপারে থানায় অবগত করা হয় এবং একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আপাতত মুখমন্ডল ও দাত ক্ষতিগ্রস্ত হওয়ায় কথা বলা নিষেধ। বিধায় ছিনতাই এর ঘটনা এবং আসামীদের সম্পর্কে রশীদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা সম্ভব হয় নাই।










