
আলমডাঙ্গার পারকুলার হানেমা ফাউন্ডেশন বৃত্তি প্রকল্পের ২০২৩ সালের বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান অনুষ্ঠিত।
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পারকুলা গ্রামের স্কলার মডেল স্কুলের উদ্যোগে হানেমা ফাউন্ডেশন বৃত্তি প্রকল্প ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। ২০২৩ সালের বৃত্তি পরীক্ষায় চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ ও সাতক্ষিরা জেলার মোট ৮৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১০১৫ জন শিক্ষার্থী গত ২ ডিসেম্বর ২০২৩ অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করেন। এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় এই বছরের জানুয়ারী মাসের ২১ তারিখে, যেখানে ট্যালেন্টপুলে ২১ জন, ১ম গ্রেডে ২৯ জন ও সাধারন গ্রেডে ৫৫ জন মোট ১০৫ জন বৃত্তি পায়। আর এই বৃত্তি প্রাপ্তদের আজ ১০ ফেব্রুয়ারী সকাল ৯ঃ৩০ ঘটিকায় এক বর্নাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সনদপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। এই প্রকল্পের সহকারী পরিচালক মীর রোকনুজ্জামান ও মোঃ মুজাহিদুল ইসলাম মিলনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ঠ শিক্ষাবিদ, দর্শনা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ, হানেমা ফাউন্ডেশন বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর ড. মুহা. আব্দুস শহীদ। সভাপতিত্ব করেন অত্র প্রকল্পের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আতিকুর রহমান শাহাবুল। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ আশাদুল হক মিকা, আন্দুলবাড়ীয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বলরামপুর সরঃ প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেন, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রহিম, হালসা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ রেজাউল করীম, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের সহাকারী অধ্যাপক কামাল হোসেন, আলমডাঙ্গা সরকারী কলেজের প্রভাষক ও আলমডাঙ্গা একাডেমির পরিচালক মোঃ আব্দুল হাই, হানেমা ফাউন্ডেশন পরিবারের সদস্য আব্দুল হান্নান ও আনোয়ার হোসেন, পাশাপাশি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ৮৮ টা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও পরিচালকবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা হানেমা ফাউন্ডেশন এর সকল কার্যক্রমের ভূয়োসি প্রশংসা করেন ও এই বছরে আগামী ২৫ ডিসেম্বর যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তাতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করার দৃড় প্রত্যয় ব্যাক্ত করেন।










