বন্দর নগরী চট্টগ্রামের সবচেয়ে ব্যস্ততম জনবহুল এলাকা নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত হকারমুক্ত করছে চসিক। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালিয়ে কাঁটাতারের বেড়া দিচ্ছে সঙ্গে সঙ্গে।বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে অভিযান শুরু হয় এবং একটানা বিকাল পাচঁটা পর্যন্ত চলে। এ সময় সিএমপির ২০০ পুলিশ, ৩০ জন র্যাব সদস্য, ২০০ শ্রমিক, বিপুল সংখ্যক চসিকের নিরাপত্তাকর্মী, আনসার অংশ নেন।
অভিযানে সড়ক ও ফুটপাতে হকারদের বাঁশ, চৌকি, খাট, টেবিল জব্দ করে চসিকের গাড়িতে তোলা হয়।
চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম জানান, সকাল থেকে উচ্ছেদ অভিযান চলছে। বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান চলছে।
দীর্ঘদিন দিন ধরে নগরীর এই গুরুত্বপূর্ণ এলাকার সড়কের উভয় পাশের ফুটপাত,ফুট ওভারব্রিজ ভাসমান হকার ও মাদক সেবীদের দখলে। প্রতিদিন এই সড়কে চলাচলকারী পথচারীরা জানান রাজনৈতিক নেতা ও প্রশাসনের অসাধু কর্মকর্তাদের কমিশনের মাধ্যমে ম্যানেজ করে এইসব ফুটপাত,ফুট ওভারব্রিজ বেদখলে ছিলো।এই অভিযান যদি স্থায়ী হয় তাহলে নগরবাসী এর সুফল পাবে।