
বারাদী তৃণমূল মডেল একাডেমির অভিভাবক দের নিয়ে নবীন বরণ।
আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে মেহেরপুর সদর উপজেলার বারাদী তৃণমুল মডেল একাডেমির অভিভাবক দের নিয়ে এক বার্ষিক সম্মেলন ও নবীন ছাত্র ছাত্রী দের বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
একাডেমির পরিচালক ও মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর প্রতিষ্ঠাতা পরিচলক আসাদুজ্জামান সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃমোমিনুল ইসলাম, আরো বক্তব্য রাখেন ওয়াচ গ্রুপ এর সভাপতি আইনাল হক অনুষ্ঠান টি পরিচালনা করেন মানবাধিকার কর্মী সাদ আহাম্মদ প্রমুখ।
ভিউ: ২৪৩










