
আজ ৭ ফেব্রুয়ারি বরিশালের টাউন হল প্রাঙ্গনে ”জাতীয় ভাষা ইশারা দিবস ২০২৪” উদযাপন
আজ বরিশালে জাতীয় ভাষা ইশারা দিবস পালন করা হয়,উক্ত দিবসে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম পরিচালক (উপসচিব) বিভাগীয় সমাজসেবা অধিদপ্তর বরিশাল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জাতীয় মুখ মূক -বধির সংঘ এর সভাপতি মোঃ আজিম হোসেন (অবধির) মোঃ আবু সুফিয়ান রাম্মান (সাধারণ সম্পাদক (বধির) ফরহাদ হোসেন রনি যুগ্ম সাধারণ সম্পাদক (বধির) মোঃ মুসা হাওলাদার কার্যনির্বাহী সদস্য (অবধির) সমগ্র বিশ্বে শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের মনের ভাব বিনিময়ের জন্য ইশারা ভাষাই এক মাএ ভাষা। অএ সংঘ দেশে রাষ্ট্রীয়ভাবে বাংলা ইশারা ভাষা দিবস পালনের প্রয়োজনীয়তা অনুভব করে ১ ফেব্রুয়ারী বাংলা ইশারা দিবস পালনের দাবি করে।
বরিশাল মূখ – বধির সংঘ এর সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রাম্মান (বধির) ইশারায় আমাদের জানান শ্রবণ ও বাক প্রতিবন্ধী জনগোষ্ঠী সর্বোচ্চ জাতীয় প্রতিষ্ঠান হিসেবে বরিশাল মূখ- বধির সংঘ বরাবরের মতো এবারেও ৭ ফেব্রুয়ারী ২০২৪ইং তারিখ জাতীয় ভাষা ইশারা দিবস উদযাপন করছে। বরিশাল মূখ- বধির সংঘ বিভিন










