কাকড়াজানের মানুষ আমার নির্বাচন করলে পৃথিবীর কেউ আমাকে ঠেকাতে পারবে না
আসন্ন উপজেলা নির্বাচনে টাঙ্গাইলের সখীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাবেক জেলা পরিষদ সদস্য গোলাম কিবরিয়া বাদলের নিজ ওয়ার্ডে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় গোলাম কিবরিয়া বাদল বলেন,"আমার রাজনৈতিক জীবনে অনেকের নির্বাচন করেছি,অনেক নেতাকেই নির্বাচিত করছি,এখন আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী, আমি আপনাদেরই সন্তান, কাকড়াজান ইউনিয়নের মানুষ আমার নির্বাচন করলে আমাকে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ"। বুধবার(৭ফেব্রুয়ারী)কাকড়াজান ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডে খুংগারচালা বাজারে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল ও সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ,,বাংলাদেশ পুলিশ এস. আই আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৫শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কাকড়াজানের বর্তমান ও সাবেক চেয়ারম্যান এর নেতৃত্বে আসন্ন সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ঘরের সন্তান গোলাম কিবরিয়া বাদল এর জন্য রাজনৈতিক সকল গ্রুপিং,লবিং ছেড়ে ঐক্য বদ্ধ হয়ে কাজ করবেন কাকড়াজান বাসী। এমন মন্তব্য করে বক্তব্য দেন নেতারা।