
মারামারির মামলায় গ্রেপ্তারকৃত ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নাজমুল মাতুব্বর (৩০) এর জামিন মঞ্জুর করা হয়েছে।নাজমুল মাতুব্বর মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ঐ ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ আফছার উদ্দিন মাতুব্বরের ছেলে।বুধবার (৭ ফেব্রুয়ারি) জেলা ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ৩নং আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাসিম মাহমুদ এর আদালত তাকে জামিন প্রদান করা হয় বলে নাজমুল এর নিয়োগকৃত আইনজীবী মোঃ ইব্রাহিম হোসেন নিশ্চিত করেন।প্রসঙ্গত: মাঝারদিয়া ইউনিয়নের উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের পূর্ব চান্দাখোলা গ্রামের নুর উদ্দিন মোল্যার পুত্র মোঃ ইবাদত মোল্যা বাদী হয়ে ১ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখের ঘটনা উল্লেখ করে নাজমুলসহ আরো ৪ জনের নামে সালথা থানায় একটি অভিযোগ দায়ের করে। পরবর্তীতে উক্ত অভিযোগটি আমলে নিয়ে এফআইআর হিসাবে গন্য করে। যাহা সালথা থানার মামলা নং ০৯, তারিখ- ০৬ ফেব্রুয়ারি, ২০২৪, জি.আর ৩৪/২৪ সালথা। মামলায় নাজমুলকে গ্রেপ্তার করে বুধবার সকালেই ফরিদপুরের আদালতে প্রেরণ করে সালথা থানা পুলিশ।