
বরিশালের হিজলা উপজেলার চেয়ারম্যান মরহুম বেলায়েত হোসেন ঢালীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বাদ আসর তার নিজ বাড়ীতে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মিলাদে, বিভিন্ন শ্রেণী-পেশার হাজার-হাজার মানুষ অংশ নেন । দোয়া ও মুনাজাত করেন, কাসেমুল উলূম ইসলামীয়া মাদ্রাসা, শামসুন্নাহার মহিলা মাদ্রাসা, ও লূৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা সালাহউদ্দিন খাঁন ৷মিলাদ ও দোয়ায় অংশ নেন, হিজলা উপজেলা নির্বাহী অফিসার জনাব সুদিপ্ত কুমার সিংহ, হিজলা থানার অফিসার ইনচার্জ জুবায়ের আহমেদ, বিভিন্ন ইউপির চেয়ারম্যানবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীরা, সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন স্তরের জনসাধারণ।