
পিরোজপুর কাউখালী উপজেলায়,একটি দাতব্য চিকিৎসালয়ের মালিক ও ডেন্টাল প্যারামেডিকেল ইনস্টিটিউট এর পরিচালককে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়।
৭ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১১টার সময়, কাউখালী মানিক মিয়া কিন্ডার গার্টেন সংলগ্ন, একটি সিদ্দিকী ডেন্টাল ও আই এন্ড সিদ্দিকী মেডিকেলে ব্যবহারিত মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং অনুমোদিত লাইসেন্স না থাকায় সতর্কতা সহ প্রতিষ্ঠানের মালিক মোঃ সাইফুল্লাহ সিদ্দিকী এর অন্য আরেকটি প্রতিষ্ঠান, কাউখালী বাসস্ট্যান্ড সংলগ্ন,ডেন্টাল প্যারামেডিকেল ইনস্টিটিউট এর সঠিক কাগজপত্র না থাকার কারণে, প্রতিষ্ঠানটি বন্ধসহ - মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইতিপূর্বেও তার সিদ্দিকী ডেন্টাল প্রতিষ্ঠানে ব্যবহারিত ঔষধের লেভেল বিহীন ও মেয়াদ উত্তীর্ণ থাকার কারণে দুইবার জরিমানা করা হয়েছিল।
ভ্রাম্যমান আদালতে মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারি ভুমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বায়েজেদুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন-ডাক্তার সৌরভ, মেডিকেল অফিসার, ডাক্তার মাসুম বিল্লাহ- মেডিকেল অফিসার (ইউনানী) কাউখালী, মোঃ ইলিয়াস হোসেন স্যানেটারী ইন্সপেক্টর কাউখালী, মোঃ জাহিদ হোসেন-পেশকার (ভূমি)অফিস কাউখালী সহ আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে থাকা মোঃ এ এস আই জসিম উদ্দিন ও তার সহকর্মীবৃন্দ।