বটিয়াঘাটা দম্পত্তির সব ছিল ঠিক ঠাক জিবনে বাধা হলো টিকটক
Spread the love

বটিয়াঘাটা দম্পত্তির সব ছিল ঠিক ঠাক জিবনে বাধা হলো টিকটক

টিক টকের বলি হয়ে দুই শিশু সন্তানকে নিয়ে পথে পথে ঘুরছে অসহায় পিতা, বটিয়াঘাটার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বুজবুনিয়া এলাকার সরোয়ার শেখের কন্যা মমতাজ বেগম(২৬) ২ পুত্র সন্তানের জননী ১২ বছর সংসার ফেলে রেখে টিক টক করে পরকিয়া করে, প্রথম স্বামী কাবিদুল এর সংসার থেকে পালিয়ে, মোল্লাহাট থানা বাগেরহাট জেলার নিকা্হ রেজিস্টার, খন্দকার ইহসানুল আলম এর মাধ্যমে মোল্লাহাট থানার তাকিবুর শিকদারের সাথে ৫০,০০০/- টাকা কাবিননামা ধার্য করে ১৯/০২/২০২৩ তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। প্রথম স্বামী ক্ষুদ্র ব্যাবসাহী মাছ বিক্রেতা দুই সন্তান নিয়ে বিপাকে পড়ে শ্বশুর বাড়ির লোকজনের সাথে বিভিন্ন সময় কথা বলেন তারই জের ধরে প্রথম স্বামীর কাবেদুল এর বাড়িতে অনাধিকার প্রবেশ করে মালামাল লুঠ ও বসতঘরে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতপরশু সোমবার রাত সাড়ে ১১টার দিকে।এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় একটি মামলা হয়। মামলা নং ১০/২১, ঘটনার সাথে জড়িত ৪ জন এর মধ্যে বটিয়াঘাটা থানা পুলিশ ৩জনকে আটক করেছে । ধৃতরা হলেন ওই এলাকার সরোয়ার শেখের কন্যা মমতাজ বেগম(২৬), পুত্র জুয়েল শেখ(২০) ও সাদেক শেখের পুত্র সরোয়ার শেখ। এ ঘটনায় ভুক্তভুগি বুজবুনিয়া এলাকার মোঃ মহরআলী মোল্লার পুত্র মোঃ কাবেদুল মোল্লা(৩২) । উল্লেখ্য মমতাজ বেগমের সাথে একই এলাকার কাবেদুল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কাবেদুল বলেন আনুমানিক ১১ থেকে ১২ বছর আগে আমাদের বিবাহ হয়। পরবর্তী তাদের ঘরে দু’টি পুত্র সন্তানের জন্ম হয়। এক পর্যায়ে তার স্ত্রী পরকিয়া করে পালিয়ে গিয়ে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে,কাবেদুল বলেন আমাকে তালাকনামা পাঠিয়ে দেয়। মমতাজ সহ আরো সহযোগীরা আমার বাড়িতে হঠাৎ এসে মালামাল লুঠ করে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে বসত ঘরে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে। আমি দুটি সন্তান নিয়ে পথে পথে ঘুরছি, আমি এর সুস্থ বিচার চাই,আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষ ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর সুস্থ বিচার চায় ভুক্ত ভোগি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31