
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রামদিয়া গ্রামের বিএনপি’র নেতা আনসার আলী জর্দারের বড় ভাই দ্বীনদার, সামাজিক, ধর্মীয়,সবার শ্রদ্ধা প্রিয় মানুষ সেকেন্দার জর্দারের মৃত্যু হয়েছে। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন” পরম শ্রদ্ধেয় পিতা সৌদি ও প্রবাসী ফরিদ ও ইমাদুল এর বাবা সেকেন্দার জর্দার তার নিজ বাড়িতে আলমডাঙ্গা রামদিয়া গ্রামে মৃত্যু হয়েছে । উল্লেখ্য: তিনি দীর্ঘ ৮বছর ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন, গত ১০ দিন আগে ঢাকা মিরপুর ক্যান্সার হাসপাতাল থেকে ফেরত পাঠায় তার নিজ বাড়িতে। তিনি ১০ দিন খাওয়া-দাওয়া ও বেহুশ অবস্থায় ছিলেন,তিনি গত কাল সোমবার আনুমানিক রাত ১০:৩০ দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স ছিল (৮৭) বছর, মৃত্যুকালে দুই ছেলে ও ৫ মেয়ে রেখে যান।আজ মঙ্গলবার ৬ফেব্রুয়ারি ২০২৪ তারিখে সকাল ৯টার দিকে তার নিজ গ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কাজ সম্পন্ন করা হয়েছে। তিনি তার গ্রামের মসজিদের সভাপতি ছিলেন , এছাড়াও একজন নামাজি, দ্বীনদার ও সামাজিক মানুষ ছিলেন,তার মৃত্যুর সংবাদ পেয়ে হাজারো মানুষ এক নজর দেখার জন্য ছুটে আসে তার নিজ বাড়িতে। তার নামাজে জানা যায় হাজারো মানুষ উপস্থিত হয়। আলমডাঙ্গা নওলা মারি
পুরাতন মসজিদের খতিব নামাজের জানাজা ইমামতি করেন মাওলানা আব্দুর রব,










