শিক্ষাখাতে ভিনদেশি থাবা মেনে নেয়া যায় না বললেন পীর সাহেব চরমোনাই
Spread the love

শিক্ষাখাতে ভিনদেশি থাবা মেনে নেয়া যায় না বললেন পীর সাহেব চরমোনাই

শিক্ষাখাতে ভিনদেশি থাবা মেনে নেয়া যায় না দুর্নীতি-লুটপাটে ব্যাংকগুলো খালি নিঃস্ব করে ফেলা হয়েছে-পীর সাহেব চরমোনাই।আজ সোমবার বিকেলে চরমোনাই অডিটরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই আলীয়া শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, সরকারের দুর্নীতি-লুটপাটে ব্যাংকগুলো খালি, নিঃস্ব করে ফেলা হয়েছে। সংকট উত্তরণের জন্য এখন টাকা ছাপিয়ে ব্যাংকে সরবরাহ করা হচ্ছে, যা নতুন করে অবধারিতভাবেই লুটের আয়োজন হবে। অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে পড়ার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে । সরকারের ভেতরে থাকা সিন্ডিকেটের দাপটে নিত্যপণ্য ও খাদ্য সামগ্রীর মূল্য মানুষের নাগালের বাইরে চলে গেছে।পীর সাহেব চরমোনাই আরো বলেছেন, দেশ ভয়াবহ সঙ্কটে নিপতিত। প্রহসনের একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে সরকার দেশকে স্থায়ী সঙ্কটে ফেলে দিয়েছে। দেশে রিজার্ভ সঙ্কট মারাত্মক আকার ধারণ করছে। দুর্নীতির কারণে দেশে জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। ডামি নির্বাচনের পরে ৩০ জানুয়ারি যে ডামি সংসদ অধিবেশন বসেছে- তা বাংলাদেশের মানুষের ভোটাধিকারসহ সকল অধিকার হরণ করার সংসদ। তিনি জাতীয় সরকারের অধীনে নতুন নির্বাচন দিয়ে দেশকে সংঘাতের হাত থেকে রক্ষার আহ্বান জানান।পীর সাহেব চরমোনাই বলেন, শিক্ষাখাতে ভিনদেশি থাবা মেনে নেয়া যায় না। শিক্ষার মাধ্যমে দেশ ও জনগণকে ধ্বংসের চক্রান্ত চলছে। আমাদের সন্তানদের এই কুশিক্ষায় শিক্ষিত হতে দিতে পারি না। তিনি শিক্ষা কারিকুলাম বাতিল করে মুসলিম চেতনার আলোকে নতুন করে কারিকুলাম প্রণয়নের দাবি জানান। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে দুজন নিহত হওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন পীর সাহেব চরমোনাই। গত কয়েকদিন যাবত মিয়ানমার থেকে মুহুর্মুহু মর্টার শেল নিক্ষেপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলেও সরকার কোন জোরালো প্রতিবাদ করতে পারেনি। তিনি বলেন, আমরা আমাদের দেশ ও দেশের স্বাধীনতা নিয়ে চরম উদ্বিগ্ন। পররাষ্ট্র নতজানু নীতির ফসল। এভাবে একটি স্বাধীণ সার্বভৌম দেশ চলতে পারে না।তিনি আরো বলেন দেশে জানমাল, ইজ্জত-আব্রুর কোনো নিরাপত্তা নেই । ৩ ফেব্রুয়ারি রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক দম্পত্তিকে ডেকে এনে স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা, আমি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা হারিয়ে ফেলেছি । ছাত্রলীগের এ ঘটনা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। তিনি দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ শাস্তি প্রদানের আহ্বান জানান।সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিয়িাম সদস্য ও চরমোনাই কামিল মাদারাসর প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসদ্দেক বিল্লাহ আল-মাদানী, সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই, অধ্যাপক মাহবুবুর রহমান, মুফতি এছহাক মুহাম্মদ আবুল খায়ের, অধ্যাপক মাওলানা জাকারিয়া হামিদী, মাওলানা নূরুল ইসলাম আল-আমিন, মাওলানা আরিফুল ইসলাম, ছাত্রনেতা ইউসুফ আহমদ মানসুর। আলীয়া মাদারাসা শাখা সভাপতি মুহাম্মদ শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন সৈয়দ ফজলুল করীম মুজাহিদ, সৈয়দ আবরারুল করীম, মল্লিক মো. রেজাউল করীম ৷

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31