
হিজলা উপজেলা পরিষদ চেয়ারম্যানের দাফন সম্পন্ন ৷

বরিশালের হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান, আলহাজ্ব বেলায়েদ হোসেন ঢালীর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
নামাজে জানাজায় বিভিন্ন শ্রেণী-পেশার হাজার-হাজার মানুষ অংশ নেন । জানাজা শেষে তার নিজ বাড়ীতে পারিবারিক কবরস্থানে তার বাবার পাশে তাকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন মাওলানা আব্দুল হামিদ ৷জানাজায় অংশ নেন বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ দেবনাথ, উপজেলা নির্বাহী অফিসার জনাব সুদিপ্ত কুমার সিংহ, এড. আফজালুল করীম, মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তারিকুল হাসান খান মিঠু, আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার, আলহাজ্ব মাওলানা সালাহউদ্দিন খাঁন, বিভিন্ন ইউপির চেয়ারম্যানবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীরা, সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন স্তরের জনসাধারণ।
ভিউ: ২৯৭










