
খুলনার পাইকগাছা আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, পানির ট্যাংকি ও টিউবঅয়েল সহ বিভিন্ন ধরণের উপকরণ বিতরণ করেছেন লস্কর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন)।
রবিবার (৪ ফেব্রুয়ারী পাইকগাছা উপজেলাধীন ৬নং লস্কর ইউনিয়নের ঐতিহ্যবাহী লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল ময়দানে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, পানির ট্যাংকি, টিউবঅয়েল, কম্বল পানির পট ও বই বিতরণ করা হয়। কাগজী প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট ও উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের আয়োজনে ও সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আলহাজ্জ্ব মেছবাহুল ইসলাম এবং স্বাগত বক্তব্য প্রদান করেন কাগজী প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট ও লস্কর ইউনিয়ন অক্সিজেন ব্যাংকের প্রতিষ্ঠাতা লস্কর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন)।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমিরণ কুমার সাধু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, খুলনা- ৬ আসনের সংসদ সদস্যের ছোটভাই যুবলীগ নেতা মোঃ অহিদুজ্জামান মোড়ল, উপজেলা ভাইসচেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপজেলা অভিভাবক ও প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের সভাপতি সাবেক ব্যাংকার প্রজিৎ কুমার রায়, প্রফেসর বাবলুর রহমান, ভিলেজ পাইকগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র মন্ডল, বিশিষ্ট সমাজ সেবক আছাদুর রহমান সানা, কয়রা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ নূরুল আমিন।আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠানে ৩৫ জন অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, ২ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে পানির ট্যাংকি, ১টি টিউবঅয়েল, ৫০টি কম্বল, ৩৫টি ২০ লিটারের পানির পট সহ একাদশ শ্রেণীর বই বিতরণ করা হয়।উল্লেখ্য, চেয়ারম্যান তুহিন নিজস্ব অর্থায়নে দীর্ঘদিন ধরে কাগুজী প্রতিবন্ধী কল্যান ট্রাস্ট পরিচালনার পাশাপাশি অসচ্ছল প্রতিবন্ধীদের ঘর করে দেওয়া সহ নিজ উপজেলার গন্ডি পেরিয়ে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জায়গায় প্রতিবন্ধীদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। এছাড়াও বাৎসরিক আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার সহ বিভিন্ন উপকরণ বিতরণ অব্যহত রেখেছেন।