
ঐতিহ্যবাহী ভৃংগরাজ তালেবাবাদ উচ্চ বিদ্যালয়ের মিলাদ, দোয়া ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন।
০৫ডিসেম্বর ২০২৪ইং কালিয়াকৈর উপজেলার ঐতিহ্যবাহী ভৃংরাজ তালেবাবাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও এস এস সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবারের ২০২৪ সনে এই বিদ্যালয় থেকে মোট ৬৯ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহণ করছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের কো অপ্ট সদস্য ও শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: আজিবুর রহমান। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ। অভিভাবক বৃন্দ, সাংবাদিক কাজী আহসানুল হাবিব, সৈয়দ সম্রাজ রেজভী সহ শিক্ষক বৃন্দ।
এলাকার বিভিন্ন শিক্ষানুরাগীগন, বিদায়ী ছাত্র ছাত্রিদের উদ্দেশ্যে উপদেশ মুলক পরামর্শ প্রদান করেন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মৌলভী মো: আব্দুর রউফ।অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনা করেন শিক্ষক মো: আলাল সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মো : দেলোয়ার হোসেন। মোনাজাতে দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্বার মাগফিরাত কামনা করে দোয়া কামনা করা হয়।অত্র বিদ্যালয়ের সাবেক প্রয়াত শিক্ষক শিক্ষার্থী ও সকল পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া করা হয়।বিদ্যালয়ের পক্ষ থেকে, বিদায়ী শিক্ষার্থীদের হাতে,উপস্থিত অতিথিবৃন্দ পুরষ্কার হিসেবে একটি করে ফাইলের প্যাকেজ প্রদান করেন। উল্লেখ্য ১৯২৮ ইং সনে প্রতিষ্ঠিত, প্রাচীন এবং ঐতিহ্যবাহী বিদ্যালয় টি প্রতিষ্ঠা করেন বিহারী লাল পাল তালুকদার। প্রতিষ্ঠাতার প্রতিও বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। উপস্থিত সকল শিক্ষক শিক্ষার্থী ও অতিথি বৃন্দদের মিষ্টি তবারক দিয়ে আপ্যায়ন করা হয়।আগামীকাল একই স্থানে নবীন বরন অনুষ্ঠান সফল করতে সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রন জানিয়ে, অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি প্রধান শিক্ষক জনাব মো:দেলোয়ার হোসেন।











