
পিরোজপুর কাউখালী উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে,ক্ষুদ্র ঋণ (চেক) বিতরণ করা হয়।
রবিবার ৪ফেব্রুয়ারি, ২০২৪ তাং কাউখালী মহিলা বিষয়ক কর্মকর্তার আওতাধীন বিভিন্ন সময় ক্ষুদ্র ঋণ বিতরণে স্বাবলম্বী ও বেকারত্ব দূর করার লক্ষ্যে রবিবার, ৩ জনকে মোট=১৭৫০০০ হাজার টাকা (চেক) প্রদান করা হয়।
উক্ত চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বজল মোল্লা এর সভাপতিত্বে ও সদস্য সচিব উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান এর উপস্থিতিতে ৩জন মহিলা সদস্যকে চেক প্রদান করা হয়।স্বাবলম্বী হতে ক্ষুদ্র ঋণের জন্য চেক যাহারা পেলেন ১/ হাসি বেগম - ৫০ হাজার টাকা, ২/সাথী বেগম-৭৫ হাজার টাকা, ৩/ বুলু বেগম-৫০ হাজার টাকা।
সভাপতি,সকলের উদ্দেশ্যে বলেন-সরকার স্বাবলম্বী ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ সহ ক্ষুদ্র ঋণ এর ব্যবস্থা গ্রহণ করেছেন, যাতে করে পুরুষের পাশাপাশি মহিলারাও ঋণ গ্রহণের মাধ্যমে পরিবারের সহযোগিতা করতে পারে, তিনি সকলের মঙ্গল কামনা করেন।