

পিরোজপুর নেছারাবাদ উপজেলায়, রাতের আঁধারে এলাকার দূর্বৃত্তদের দেয়া আগুনে ঘরে থাকা মালামাল সহ পুরে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা, পরিবারের অভিযোগ।
শনিবার ৩ জানুয়ারি, ২০২৪ আনুমানিক রাত, ৩টার সময় উপজেলা সমুদয়কাটি ইউনিয়নের, ৬ নং ওয়ার্ডের জুলুহার গ্রামে ঘটনাটি ঘটে। রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারি পুলিশ সুপার (নেছরাবাদ সার্কেল)সাবিহা মেহেরুন।তিগ্রস্ত গৃহবধূ রিপা বেপারী বলেন, আমার স্বামী বাড়িতে না থাকায় এই সুযোগে একই এলাকার বখাটে চিন্ময় রায়,ইলিয়াস হোসেন ইলু,শুভ মৃধা, ডিলন শীল ঘরের দরজায় ধাক্কা দিয়ে আমাকে বাহিরে আসতে বলে, তাদের প্রস্তাবে রাজি না হওয়াতে ঘরে আগুন দিয়ে দৌড়ে পালায়। আগুন দেখে ভয়ে ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা এসে নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা ধান,চাল,সুপারি ও নগদ টাকা সহ ২৫ থেকে ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার, তিনি আরো বলেন দুর্বৃত্তরা খারাপ প্রকৃতির লোক, তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে না পারায়, রাতের আঁধারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়।নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি মোঃ গোলাম সরোয়ার বলেন- উক্ত অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে,অভিযুক্ত ১জনকে আমরা গ্রেফতার করেছি, বাকি অপরাধীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।