
বাগাতিপাড়ায় ২০০ টির বেশি বেদেশী আমের গাছে কেটে দিয়েছে দূর্বৃত্তরা
নাটোর বাগাতিপাড়ায় রাতের আধারে এক কৃষকের দুইশোটির বেশি বেদেশি আমের গাছে কেটে দিয়েছে দূর্বৃত্তরা, থামায় অভিযোগ।
শুক্রবার (২ ফেব্রুয়ারী) দিবাগত রাতে পাকা ইউনিয়নের চক-গোয়াশ এলাকার দায়েড়পাড়া ফসল মাঠে এই ঘটনা ঘটে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুস আলী (৫০)। ইউনুস আলী চক-গোয়াশ মন্ডলপাড়া গ্রামের মৃত শাহাদত আলীর ছেলে।
ক্ষতিগ্রস্থ ইউনুস আলী জানান, গত বছর ঢাকা বৃক্ষমেলা থেকে নতুন জাতের কাটিমন ও থাইল্যান্ডের ল্যামডক নামের বেদেশি আম গাছের চারাগুলো সংগ্রহ করেছিলাম। প্রায় ৩৪ শতাংশ জমির উপর এই বাগান করে পাশাপাশি রসুন ও পিয়াজের পরিচর্চা করেতেন তিনি।
তিনি আরও বলেন, ২০১৮ সালে লিচু ও বেদেনার বাগান কেটেছে ও ২০১৯ সালে দুই’বিঘা ক্ষিরসা পাক আমের বাগান ও আমার মুরগী ফার্মের নেট কেটে অনেক জিনিস চুরি করে নিয়েছে। আমি কয়েক বছর থেক্ব এমন ক্ষতিগ্রস্ত এর শিকার হয়েছি কিন্তু এর কোন প্রতিকার পাই নি।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নান্নু খান কে ফোনে এই বিষয় জানতে চাইলে










