খুলনা বিভাগের শীর্ষ দশ কলেজের মধ্যে ধারাবাহিক এম,এস,জোহা ডিগ্রি কলেজের অবস্থান
Spread the love

 

জাতীয় বিশ্ববিদ্যায় কর্তৃক প্রদত্ত সনদপত্র ও প্রণোদনা প্রদান এম,এস,জোহা ডিগ্রি কলেজের সভাপতি ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জনাব সিগ্ধা দাসের অফুরন্ত শুভেচ্ছা,অভিনন্দন ও ভালবাসায় আমরা অশ্রু সিক্ত হলাম।

এম.এস.জোহা ডিগ্রি কলেজ টি আলমডাঙ্গা উপজেলার শিক্ষা নগরী খ্যাত ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী হারদী গ্রামের আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া আঞ্চলিক মহাসড়কের পাশেই অবস্থিত। কলেজ টি চুয়াডাঙ্গা জেলার প্রথম অনার্স কলেজ হিসেবে গর্ব বোধ করে। কলেজ চত্ত্বরে ঢুকতেই দৃষ্টি নন্দন প্রশস্ত ক্যাম্পাস,সুবিশাল মূল একাডেমিক ভবন, সুসজ্জিত আইসিটি ভবন, প্যারিস রোড খ্যাত প্রধান সড়কের দুই পাশে সারি সারি শতাধিক উইপিং দেবদারু গাছের মনোমুগ্ধকর ও নয়নাভিরাম দৃশ্য আপনাকে অভিভূত করবে। কলেজটির উপর্যুপরি সাফল্যও ঈর্ষণীয়। জাতীয় বিশ্ববিদ্যায়ের ৩১টি সূচকের ভিত্তিতে বার্ষিক Ranking-এ খুলনা বিভাগের শীর্ষ দশ কলেজের মধ্যে ধারা বাহিকভাবে ৭ম ও ৯ম স্থান অধিকার করে গত ২৯/১/২৪ খ্রিঃ তাং জাতীয় বিশ্ববিদ্যায় কর্তৃক প্রদত্ত সনদপত্র ও ৪০,০০০(চল্লিশ হাজার)টাকার প্রণোদনা গ্রহণ করে। উক্ত সাফল্য বার্তা কলেজের সুযোগ্য সভাপতি জনাব সিগ্ধা দাস-কে পৌঁছে দেয়ার জন্য অধ্যক্ষ মোঃ ওমর ফারুকের নেতৃত্বে সহকারী অধ্যাপক একেএম ফারুক, আব্দুর রাজ্জাক,মিজানুর রহমান ও মোঃ ইদ্রিস খান শুভেচ্ছা সাক্ষাৎ করেন। শুভেচ্ছা সাক্ষাৎ-এ সভাপতি মহোদয় প্রথমে ২০১৮ সালে সভাপতির দায়িত্বে থাকা জনাব সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন(এমপি) মহোদয় কে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেণ। অতঃপর বর্তমান সকল জিবি সদস্য, সকল শিক্ষক কর্মচারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। কলেজের প্রতি সভাপতি মহোদয়ের ভালোবাসা,আবেগ ও উচ্ছাসে আমরা আবেগ আপ্লুত হয়ে পড়ি। কলেজের উত্তরোত্তর উন্নয়নে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি সর্বাত্মক সহযোগিতার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অধ্যক্ষ মোঃ ওমর ফারুক কলেজের একাডেমিক প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। অত্যন্ত সমাদর ও সৌহার্দপূর্ণ পরিবেশে শুভেচ্ছা সাক্ষাৎ টি চা চক্রের মাধ্যমে সমাপ্তি ঘটে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31