
চট্টগ্রাম মহানগরের আইস ফ্যাক্টরি রোডে উত্তর নালাপাড়া অবস্হিত চট্টগ্রাম সিটি সরকারি বালিকা বিদ্যালয়ে বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগীতাও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২৪ আজ সকাল ১১ টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জাহেদুল ইসলাম খানেঁর সভাপতিত্বেও বিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষিকা শাহীন আকতারও বাংলা বিভাগে শিক্ষক অশোক কুমার দেবনাথ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যম ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক চট্টগ্রাম অঞ্চল বাবু উত্তম খীসা,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সরকারি হাজী মহসিন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নুরুল আমিন,বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এসফাক,সিটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোক্তার হোসেন,সাবেক প্রধান শিক্ষিকা সুচরিতা দাশ,সাবেক প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক(প্রাতঃ)অরুণ কৃষ পাল,সহকারী প্রধান শিক্ষক (দিবা)মুহাম্মদ তজল্লী আজাদ।
অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া বিভাগের দায়িত্ব প্রান্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী বক্তব্য রাখেন।










