
হুলাইন হ্যাপি ক্লাবের অলিম্পিক ফুুটবল টুর্ণামেন্টের উদ্বোধনীতে অন্তরঙ্গ ক্লাবের জয়
চট্টগ্রাম পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামের সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান হুলাইন হ্যাপি ক্লাবের আয়োজনে প্রথমবারের মতো অলনাইট অলিম্পিক ফুুটবল টুর্নামেন্ট-২৪ এর উদ্বোধনী খেলা আজ রাতে হুলাইন এয়াছিন আউলিয়া (রঃ) এর মাজার এর পাশে মাঠে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় আজকে বেলমুড়ি ফুুটবল একাদশ হুলাইন হাবিলাসদ্বীপ মুকুটনাইট অন্তরঙ্গ ক্লাবের মুখোমুখি হয়।এতে কঠোর প্রতিদ্বন্দ্বিতা পূর্ন ম্যাচে হুলাইন হাবিলাসদ্বীপ মুকুটনাইট তিনগ্রামের ঐতিহ্যবাহী প্রচীন সংগঠন “অন্তরঙ্গ” ক্লাব ০১-০০ গোলে বেলমুড়ি ফুুটবল একাদশকে পরাজিত করে জয় লাভ করেন।
এইদিকে আজকে প্রথমদিনের খেলায় হুলাইন হাবিলাসদ্বীপ মুকুটনাইট অন্তরঙ্গ ক্লাবের জয়লাভে সকল খেলোয়াড় কর্মকর্তা এবং উক্ত লেখার সাথে জড়িত সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন অন্তরঙ্গ ক্লাবের সাবেক কৃতি ফুুটবলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক মিডিয়া ব্যক্তিত্ব চট্টগ্রাম বিহঙ্গ ফুুটবল একাডেমীর উপদেষ্টা মোঃহাসানুর জামান বাবু।
এক বার্তায় মিডিয়া কর্মী মোঃহাসানুর জামান বাবু সকল খেলোয়াড় কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলের উত্তরোত্তর সফলতা কামনা করেছেন।










