শহুরে যান্ত্রিক পরিবেশে থেকেও নিজ এলাকার মা, মাটিকে স্বরণকরা একটা বিরল স্পৃহা।
কুষ্টিয়া জেলার মিরপুর থানার অন্তর্গত প্রায় শতভাগ শিক্ষিত একটি ছোট্ট গ্রাম নান্দিয়া। যেখানে মাত্র কয়েকশো মানুষের বসবাস। এই গ্রামের মানুষের আদি পেশা কৃষি হলেও কালের বিবর্তনে তা কমে গিয়ে উচ্চ শিক্ষাই শিক্ষিত হয়ে এই গ্রামের অধিকাংশ মানুষ ই নানান উচ্চ পেশায় নিয়োজিত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থান করে। কেউ কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা, প্রসাশনিক কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, উদ্যোক্তা হয়ে নিজ কোম্পানি পরিচালনা, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ পদস্থ কর্মকর্তা, বিভিন্ন সরকারি ও বেসরকারি নানান শ্রেণি পেশায় নিয়োজিত থাকা এমনকি পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ যেমন আমেরিকা, জাপান, হংকং সহ বেশ কিছু দেশে গুরুত্বপূর্ণ পদে দ্বায়িত্ব পালন করছেন। তবে এই গ্রামের কর্মের তাগিদে বাহিরে থাকা মানুষগুলো ২য় বারের মত রাজধানী ঢাকার, উত্তরা, দিয়া বাড়ী মেট্রোরেল সংলগ্ন ফ্যান্টাসি আইল্যান্ডে ২'রা ফেব্রুয়ারি পূনর্মিলনি ২০২৪ অনুষ্ঠান সম্পন্ন করলো। ১২৪ জনের অংশগ্রহণে সারাদিন ব্যাপি জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। বিভিন্ন প্রকার খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন, গ্রামের মেধাবী সন্তানদের গোল্ড মেডেল প্রদান, অবসরপ্রাপ্ত গুণীজনদের সম্মাননা, র্যাফেল ড্র ইত্যাদি বিভিন্ন প্রকার ইভেন্ট ছিলো চোখে পড়ার মত। অনুষ্ঠান শেষে সবারই অভিমত, এরকম অনুষ্ঠান যেনো প্রতিবছর ই আয়োজিত হয় সে ব্যাপারে আয়োজকদের অনুরোধ করেন।