অসহায় মেধাবী ছাত্রী মাফিয়া আক্তারের পাশে মানবাধিকার ও সাংবাদিক কর্মী।
Spread the love

 

পিরোজপুর কাউখালী উপজেলায়,০২/০২/২০২৪ তাং শুক্রবার বৈকাল ৫:০০ ঘটিকার সময়, নিজস্ব অফিসে আনুষ্ঠানিকভাবে, হতদরিদ্র মেধাবী ছাত্রী কুরআনে হাফেজা পড়ুয়া,মাফিয়া আক্তারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে,কাউখালী আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও কাউখালী উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
কাউখালী ৪নং চিড়াপাড়া, ইউনিয়নের “নীলতি হাফিজিয়া নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার” তৃতীয় শ্রেণি থেকে বোর্ডে প্রথম স্থান ও জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন-মাফিয়া আক্তার। বর্তমানে কাউখালী একটি মহিলা হাফেজি মাদ্রাসায় ভর্তি হওয়ায়, সেখানে মাসিক আবাসিক খরচ ৩০০০ টাকা,যাহা পরিবারের পক্ষে ব্যয় বহন করা সম্ভব নয়। বিষয়টি খবর পেয়ে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও কাউখালী উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ- নগদ অর্থ, শীত বস্ত্র,ব্যক্তিগত কাপড়, খাতা-কলম অন্যান্য সামগ্রী উপহার নিয়ে পাশে দাঁড়ায়। যাতে করে বর্তমানে হেফজতে পড়া থেকে বঞ্চিত না হয়। উপহার সামগ্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানবাধিকার সংস্থার উপদেষ্টা, মুস্তাফিজুর রহমান- চেয়ারম্যান ৩ নং সদর কাউখালী, নুরুজ্জামান খোকন, রাবেয়া আক্তার, মাহফুজা মিলি,মুকুল খানম, সাকিব হাসান- মানবাধিকার সদস্য। এছাড়াও কাউখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি,নুরুল হুদা বাবু সা: সম্পাদক- জিয়াউল হাসান,সহ:সভাপতি মেহেদী হাসান সহ ওমর ফারুক, এনামুল কিবরিয়া মেহেদী, হাবিবুর রহমান। বক্তব্যে প্রধান উপদেষ্টা মুস্তাফিজুর রহমান ও প্রেসক্লাবের সভাপতি, নুরুল হুদা বাবু বলেন :- সাংবাদিকতা এবং মানবাধিকার সংগঠনের পাশাপাশি আমরা সকলে মিলে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ালে সচ্ছলতা সহ মেধাবী ছাত্র ছাত্রী উৎসাহ ও শিক্ষিত হয়ে স্বাবলম্বী হতে পারবে। তাই সকলের সহযোগিতার হাত বাড়িয়ে এ সকল মানুষের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31