
নলছিটি উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সুবিদপুর ইউনিয়ন বার বার নির্বাচিত চেয়ারম্যান মো: নজরুল ইসলাম শাহীন তালুকদার মৃত্যু এক বছর হলো আজ,মিলাদ ও দোয়ার আয়োজন করেন ৫নং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন তালতলা বাজার জামে মসজিদ এ,
বক্তব্য রাখেন মোল্লাহাট বিএনপির সভাপতি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আবদুল ছালাম, হাওলাদার ৫নং সুবিদপুর ইউনিয়ন বিএনপি’র যুবদলের নেতা শহিদুল ইসলাম তালুকদার
বি,এন,পি,সাধারণ সম্পাদক, সুলতানা মাস্টার ইউনিয়ন বি,এন,পি,সভাপতি শহিদ খান, বি,এন,পি,সাবেক বার বার নিবাচিত চেয়ারম্যান জনাব মরহুম নজরুল ইসলাম শাহিন তালুকদার এ-র, প্রথম মৃত্যু বাযিকি এ,দোয়া ও মিলাত আয়োজন করাহয়, এসময় উপস্থিত ছিলেন মরহুম নজরুল ইসলাম শাহিন তালুকদার পিতা,বি-র মুক্তিযোদ্ধা আলহাজ্ব জনাব, হাবিবুর রহমান তালুকদার
ভিউ: ৪২৪










