নীলফামারীতে একটি বাসা থেকে দুই শিশু সহ তিন জনের লাশ এবং গুরুতর আহত আশিকুল হক মোল্লা নামে একজনকে গলাকাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নীলফামারীর সদর উপজেলা চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানি বন্দরবাজার এলাকায় ঘটনাটি ঘটে । আহত আশিকুল হক মোল্লা উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত আব্দুর রউফ মোল্লার ছেলে এবং নিহতরা হলেন আশিকুল হক মোল্লার সহধর্মিণী তহুরা বেগম, এবং ১১ও ৬ বছর বয়সী মেয়ে আয়েশা আক্তার তানিয়া এবং মোছাম্মদ জারিন। পুলিশ এবং স্হানীয় সুত্রে জানা যায় সকালে তাদের বাসা থেকে চিৎকার শুনে স্হানীয়রা বাসায় ভিতরে গিয়ে আশিকুল হক মোল্লা কে বাড়ির বারান্দায় গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে এবং ঘরের ভীতরে বিছানায় পড়ে থাকা তিন জনের লাশ দেখে স্হানীয়রা পুলিশে খবর দেয়।
বিষয় টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি তানভিরুল ইসলাম বলেন শুক্রবার সকালে গলাকাটা অবস্থায় ব্যবসায়ী আশিকুল হক মোল্লা ( বাবু মোল্লা) কে স্হানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যায় এবং ঘটনা স্হলে আমরা উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং ঘটনাস্থলে পুলিশের বিভিন্ন টিম কাজ করছে।