শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম সাকলায়েন সেলিম
Spread the love

 

আগামী রোজার পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদের নির্বাচন। শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন গোলাম সাকলায়েন।

এক প্রচারনা মুলক সভায় গোলাম সাকলায়েন সেলিম বলেছেন, ” নিজের স্বার্থ নয়, জনগনের জন্য নি:স্বার্থ সেবার লক্ষ্য নিয়েই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবো। আমি বিজয়ী হলে সাধারন মানুষের সার্বিক উন্নয়নে নিজেকে উজার করে দিবো ইনশাআল্লাহ”। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে দোরগোড়ায় উপজেলা পরিষদ নির্বাচন।

স্থানীয় সরকারের এই নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চা স্টল থেকে শুরু করে রাজনীতির অন্দর মহলে চলছে জোর আলোচনা। সম্ভ্রাব্য প্রার্থীরাও নিজেদের প্রতি জনসমর্থন ও দলীয় নেতাদের দৃষ্টি আকর্ষনে ব্যানার, ফেস্টুন, পোষ্টার লাগানোর পাশাপাশি বিভিন্নভাবে জনসংযোগ করছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজরিত গোচারনভূমি খ্যাত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষনা করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক, মানবিক মানুষ, জারিফ এন্ড সাকিব চিলড্রেন পার্ক এন্ড রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা মোঃ গোলাম সাকলায়েন সেলিম।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে কাজ করে যাবো। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার যে ভিষণ সেই ভিষণ বাস্তবায়নে শাহজাদপুর উপজেলাকে ডিজিটাল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। উপজেলার যে সকল এলাকায় রাস্তা-ঘাট নেই, সেখানে রাস্তা করে দেবার ঘোষণা দেন।

তিনি সকলের উদ্দেশ্যে আরও বলেন, আমি নির্বাচিত হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদি। তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজরিত শাহজাদপুর গো-খামার, নৌ-বন্দর, তাতশিল্পের জন্য সমৃদ্ধ। নদীভাঙ্গনসহ যোগাযোগব্যাবস্থার কিছু সমস্যা রয়েছে। আমার মেধা ও সততা দিয়ো সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য, শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জনপ্রিয় জননেতা, আমার নেতা জনাব চয়ন ইসলামের দিকনির্দেশনায় এই উপজেলাটির সার্বিক উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যেই গোলাম সাকলায়েন সেলিম শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে পোরজনা ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড, গালা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও উক্ত উপজেলার প্রত্যন্ত অঞ্চলে জনসংযোগ, মত বিনিময় ও জনসভা করে সাধারণ জনগনের মনে ব্যাপক সাড়া ফেলেছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31