
কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় হস্ত ও কুটির শিল্প পণ্য মেলা-২০২৪ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় স্টেডিয়াম সংলগ্ন মাঠে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক রেদাওনুল হক দুলালের সভাপতিত্বে হস্ত ও কুটির শিল্প পণ্য মেলা-২০২৪ উদ্বোধন করেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিয়ুল ইসলাম। সে সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাঈদ হাসান লোবান,বাংলাদেশ ছাত্রলীগ,কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রাকিব,কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি আহসান হাবিব নিলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনের মধ্য দিয়ে আরম্ভ হয় হস্ত ও কুটির শিল্প পণ্য মেলা।প্রথম দিনেই ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে জমে উঠেছে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প পন্য মেলা। তবে মেলায় এবার বেশি আকর্ষণ করছে কসমেটিক্স ও গৃহস্থলির দ্রব্যাদি। ওইসব পণ্য কিনতে ভীড় জমাচ্ছে নানা বয়সী নারী-পুরুষ।
সরেজমিনে মেলায় গিয়ে দেখা যায় যুবক-যুবতীসহ নারীদের প্রচন্ড ভীড়। তারা পছন্দের কসমেটিক্স ও ঘর সাজাতে গৃহস্থলির জিনিসপত্র কিনছেন। শিশুদের স্লিপার, ম্যাজিক নৌকা,ট্রেন ,ট্রয়ট্রেন ,চড়কি,নাগোর দেলায় বিনোদন নিচ্ছে শিশুরা।
মেলার দর্শনার্থীরা জানান, মেলা বেশ ভাল লেগেছে, গত কয়েকবারের চেয়ে এবারের মেলা অনেক আকর্ষনীয় হবে।আকর্ষনীয় মেলার গেইট ও ফুয়ারা অনেক বেশী সুন্দর। কয়েকজন নারী জানান, সাধারণত পরিকল্পনা করে ঘর সাঝাতে দ্রব্যাদি কেনা হয় না। কোন মেলায় গেলে এসব জিনিপত্র কেনা হয়। তাই সেই উদ্দেশ্যে মেলায় আসা হয়েছে। তবে মেলায় আসা অনেক জিনিসি-পত্রই তাদের পছন্দ হয়েছে।
বিক্রেতারা বলেন,প্রথম দিনেই মেলায় ক্রেতার সংখ্যা সন্তোষজনক। জিনিপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় বেচা-বিক্রি বেশ ভাল হচ্ছে।










