
বটিয়াঘাটার সুখাড়ায় মটরসাইকেল এ’ক্সি’ডে’ন্টে কৃষ্ণপদ রপ্তানের ম’র্মা’ন্তি’ক মৃ’ত্যু
৩০ শে জানুয়ারি মঙ্গলবার বিকাল ২ টায় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা ৪ নং সুরখালিইউনিয়ন সুখদাড়া তুলসীমাতা আশ্রমের পশ্চিম পার্শে কৃষ্ণ পদ রপ্তানের নিজের দোকানের সামনে, সূখদড়া বাজার থেকে কাতিয়ানাংলা মুখি মটর সাইকেল বেপরোয়া গতিতে চালিয়ে কৃষ্ণ পদ রপ্তানকে মৃত্যুর মুখে পাঠিয়ে দেন। সাথে সাথে কৃষ্ণ পদ রপ্তানের স্ত্রীর ডাক চিৎকারে শুনে ড্রাইভার সাক্ষর ২২ অন্য একটা মোটর সাইকেল যোগে পালিয়ে যেতে সক্ষম হয় । আশেপাশের লোকজন এসে দ্রুত আহত কৃষ্ণ পদ রপ্তানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।যানাজায় ড্রাইভার স্বাক্ষর এর বাড়ি বটিয়াঘাটার ফুলতলা গ্রামে, সে গাড়িট পিছনে একটি মেয়েকে নিয়ে দ্রুত গতিতে এসে ধাক্কা দেয়। খুলনা মেডিকেল কলেজে ময়না তদন্ত শেষে নিজস্ব শ্বশানে দাফন কার্য শেষ হয়।মৃত কৃষ্ণ পদ রপ্তানের ৩ ছেলে : হরিচান রপ্তান, দেবাশিষ রপ্তান,তারক রপ্তান,মৃত কৃষ্ণ পদ রপ্তান প্রবিণ আওয়ামী লীগের নেতা ছিলেন, বর্তমান এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।










