
মোঃ আব্দুল হামিদ (মেহেরপুর)প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজার উপশাখায় প্রতিবেশী উৎসবের আয়োজন করে আই এফ আই সি ব্যাংক পি এল সি। গতকাল সারাদিন বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষের উপস্থিতিতে এ আয়োজন হয়ে ওঠে মনোমুগ্ধকর।
নানা ধরনের পিঠার সমাহার ছিল উক্ত অনুষ্ঠানের মনকাড়া আয়োজন।উপশাখার আশপাশের ব্যাবসায়িকগণ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ আয়োজন উপভোগ করে। মেহেরপুর ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সাদেকুল্লা এর সভাপতিত্বে ও উপশাখা ইনচার্জ উম্মে নুসরাত বেগমের পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন কাষ্টমার সার্ভিস ম্যানেজার মোঃ কাজী আতাউল, মার্কেটিং এন্ড সেলস্ মেহেদি হাসান, সেলস্ এসোসিয়েট মোঃ হাসান, এসিস্ট্যান্ট অফিসার মনিলুর রহমান, বারাদি বি এ ডি সি এর ডি ডি কে এম মনিরুজ্জামান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমিনুল ইসলাম, মমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাসান, জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের অন্যতম সংগঠক সাজু মুন্সি প্রমুখ।