
বারাদি বাজার উপশাখায় প্রতিবেশী উৎসব অনুষ্ঠিত
মোঃ আব্দুল হামিদ (মেহেরপুর)প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজার উপশাখায় প্রতিবেশী উৎসবের আয়োজন করে আই এফ আই সি ব্যাংক পি এল সি। গতকাল সারাদিন বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষের উপস্থিতিতে এ আয়োজন হয়ে ওঠে মনোমুগ্ধকর।
নানা ধরনের পিঠার সমাহার ছিল উক্ত অনুষ্ঠানের মনকাড়া আয়োজন।উপশাখার আশপাশের ব্যাবসায়িকগণ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ আয়োজন উপভোগ করে। মেহেরপুর ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সাদেকুল্লা এর সভাপতিত্বে ও উপশাখা ইনচার্জ উম্মে নুসরাত বেগমের পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন কাষ্টমার সার্ভিস ম্যানেজার মোঃ কাজী আতাউল, মার্কেটিং এন্ড সেলস্ মেহেদি হাসান, সেলস্ এসোসিয়েট মোঃ হাসান, এসিস্ট্যান্ট অফিসার মনিলুর রহমান, বারাদি বি এ ডি সি এর ডি ডি কে এম মনিরুজ্জামান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমিনুল ইসলাম, মমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাসান, জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের অন্যতম সংগঠক সাজু মুন্সি প্রমুখ।










