নওগাঁ থেকে রমজান হোসেন এর প্রতিবেদনঃ
নওগাঁর মহাদেবপুরে অবৈধ ডামি সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের ১ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ রবিউল আলম বুলেট এতে নেতৃত্ব দেন। অন্যদের মধ্যে মিছিলে অংশ নেন সহ-সভাপতি আলহাজ¦ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ও এস এম হান্নান, উপজেলা মহিলা দলের সভাপতি ও জেলা মহিলা দলের সহ-সভাপতি কাজী রওশন জাহান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুস সোবাহান, গোলাম ইয়াজদানী সাম্মী, ১নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান জিল্লুর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল ইসলাম প্রমুখ।
এসময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#