
সিরাজগঞ্জের তাড়াশে একই পরিবারের তিনজনকে জবাই করে হত্যা করেছে দূর্বত্তরা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে তাড়াশ পৌর এলাকার বারোয়ারি বটতলা মহল্লায় নিজ বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাট থেকে বাবা-মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতরা হলেন- বারোয়ারি বটতলা মহল্লার কালিচরন সরকারের ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার ও মেয়ে পারমিতা সরকার তুষি (১৫)। স্থানীয় সূত্রে জানা যায়, তাড়াশ পৌর এলাকার বারোয়ারি বটতলা মহল্লায় নিজ বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করতেন বিকাশ সরকার। গত রোববার (২৮ জানুয়ারি) থেকে বিকাশ সরকারের বাসার দরজা তাল্যবন্ধ ছিল। গত দুদিন ধরে স্বজনরা মোবাইল ফোনে তাদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন এবং বিষয়টি পুলিশকে অবগত করেন। গতকাল সোমবার রাতে পুলিশ বিকাশ সরকারের বাড়িতে যায়।
এরপর ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে বিকাশ সরকার, তার স্ত্রী ও মেয়ের মরদেহ – ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। তাদেরকে জবাই করে হত্যার পর মরদেহ ঘরের মেঝেতে ফেলে গেছে দুর্বৃত্তরা। হত্যা । তারাই ঘরের দরজা তালাবদ্ধ করে – গেছে বলে ধারণা করা হচ্ছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) -নুরে আলম বলেন, ‘ তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।










