
হিজলায় অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশনে ভ্রাম্যমান আদালতের অর্থদণ্ড ৷
মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ বেহুন্দি জাল ও অন্যান্য ক্ষতিকর জাল (চরঘেরা জাল, কারেন্ট জাল, মশারি জাল, পাই জাল ও টং জাল ইত্যাদি) উচ্ছেদ ও ব্যবহার বন্ধে বরিশালের হিজলা উপজেলায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসন বিশেষ কম্বিং অপারেশন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে।
এ লক্ষ্যে ২৯/০১/২০২৪ খ্রি. তারিখ উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় মেঘনা নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হিজলা থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয় । এ সময় অবৈধ কারেন্ট জাল দিয়ে জাটকা আহরণ করার কারনে ১৪ জেলেকে আটক করা হয় ।
আটককৃত আসামীদের ভ্রাম্যমান আদালত অর্থদণ্ড প্রদান করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মহোদয় । এ সময় এক প্রশ্নের জবাবে হিজলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব এম এম পারভেজ বলেন, মৎস্য সম্পদের টেকসই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য সম্পদ ধ্বংসকারী এসকল অবৈধ ও ক্ষতিকর জাল নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে ।










