
আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলা বড়ধুল ইউনিয়ন আলহাজ্ব মজিরুল হক উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষাথীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। (৩০ জানুয়ারি ) রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় এস এস সি পরীক্ষাথীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন -জনাব মোঃ সাহিদুল ইসলাম সাহেদ (ম্যানেজিং ডিরেক্টর রেডিয়ান্স গ্রুপ ও সভাপতি অত্র বিদ্যালয়) প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আছির উদ্দিন মোল্লা (চেয়ারম্যান ৬নং বড়ধুল ইউনিয়ন)
আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক -মীর মোঃ সারোয়াদী
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন - মাওলানা মোঃ আমিরুল ইসলাম, মাজেম আলী সরকার,আব্দুল আলিম,আনোয়ার মাষ্টার, হাজী মজিবর রহমান, ডাক্তার রমজান আলী,সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের কার্যক্রম সঞ্চালন করেন সহকার শিক্ষক- মোঃ আব্দুল সালাম মাষ্টার (শিক্ষক অত্র বিদ্যালয়) বক্তব্য শেষে বিদায়ী ছাত্রীদের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- মোঃ আতিক রহমান (শিক্ষক অত্র বিদ্যালয়)
এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিবাবক, গভানিংবডির সদস্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ অধ্যয়নরত ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। আগামীদিনে তোমাদেরই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। বর্তামান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা। পরিশেষে বিদায়ী ছাত্র-ছাত্রীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।