
পিরোজপুর স্বরূপকাঠিতে প্রতিপক্ষের আঘাতে সাবেক ইউপি চেয়ারম্যান নি’হত।
পিরোজপুর স্বরূপকাঠি উপজেলার আটঘর কুড়িয়ানার সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমন্ত্রিত একটি স্কুলের অনুষ্ঠানকে কেন্দ্র করে, প্রতিপক্ষ বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার ও তার সঙ্গীও লোকজনের আঘাতে নিহতের ঘটনা ঘটে।
৩০-০১-২০২৪ ইং তারিখ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় আটঘর কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থানকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহতের ঘটনা ঘটে, পরবর্তীতে হত্যার বিচারের দাবিতে রাস্তায় জনগণ।
উক্ত প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আমন্ত্রিত- বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার অনুষ্ঠানে যোগদানকালে কুরিয়ানা বাজারে অবস্থানকৃত বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার ও তার দলীয় কিছু লোকজন নিয়ে সাবেক চেয়ারম্যানকে কটুক্তি সহ অকথ্য ভাষায় গালাগাল করে।প্রতিবাদী হয়ে গালিগালাজের কারণ জানতে চাইলে বর্তমান চেয়ারম্যান ও সাথে থাকা দলীয় লোকজন নিয়ে শেখর কুমার সিকদারকে লাঠি ও ইট দিয়ে মারধর এবং আঘাত করে। তাৎক্ষণিক শেখর সিকদার রক্তাক্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে, অতঃপর স্থানীয় লোকজন স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য যে বিদ্যালয়ের আমন্ত্রিত বিশেষ অতিথি বৃন্দের মধ্যে ১ম সাবেক চেয়ারম্যানের নাম দেওয়া কে কেন্দ্র করে, ক্ষোভে বর্তমান চেয়ারম্যান কটুক্তি সহ হামলা করে। এছাড়াও সাবেক চেয়ারম্যান কে এলাকা থেকে বিতাড়িত করতে বিভিন্ন সময় হুমকি সহ ভয়-ভীতি দিয়ে আসছে। শেখর কুমার সিকদার একজন জনপ্রিয় চেয়ারম্যান সহ পিরোজপুর জেলার আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন।
গভীর শোক ও দুঃখ প্রকাশ করে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য, মহিউদ্দিন মহারাজ বলেন-আমি মৃত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি,হত্যাকান্ডে যারা জড়িত আছে, তদন্ত সহকারে তাদের আইনের আওতায় আনার এবং তারা যে দলের ও শক্তিশালী হোক না কেন তাদের বিচারের মুখোমুখি করতে হবে, বিশেষ করে নিরাপরাধ কাউকে হয়রানি শিকার হতে না হয় এই পরিস্থিতিতে সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন।










