
রমজান হোসেনের প্রতিবেদন: নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেও ভোটারদের আগ্রহ কম। আর প্রার্থীদের প্রচারণায় তেমন গতি নেই। এলাকায় সভা-সমাবেশে লোকসমাগমও কম।স্বতন্ত্র এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করা হয়। আগামী ১২ ফেব্রুয়ারি সেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
গত শুক্রবার প্রচারণা শুরুর পর থেকে নির্বাচনী এলাকায় শোভা পাচ্ছে প্রার্থীদের ব্যানার-পোস্টার। মাইকে চলছে প্রচারণা। গণসংযোগও করছেন প্রার্থীরা। তবে যাঁদের জন্য এসব আয়োজন, সেই ভোটারদের মধ্যে এসব তৎপরতা তেমন প্রভাব ফেলতে পারছে না শহীদুজ্জামান সরকার। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এইচ এম আখতারুল আলম। এ ছাড়া জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী দলের জেলা কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী এইচ এম আখতারুল আলম (ট্রাক প্রতীক)।
শুক্রবার আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর আওয়ামী লীগের প্রার্থী শহীদুজ্জামান সরকার, স্বতন্ত্র প্রার্থী এইচ এম আখতারুল আলম ও জাতীয় পার্টির প্রার্থী তোফাজ্জল হোসেন পত্নীতলা ও ধামইরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন।










