আসন্ন টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে
গোলাম কিবরিয়া বাদল চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে
এসএফ টিভি এর সখীপুর প্রতিনিধির নিকট এ তথ্য নিশ্চিত করেন তিনি। সোমবার(২৯জানুয়ারি) বিকালে গড়বাড়ী,০১ নং কাকড়াজান ইউনিয়ন পরিষদ ভবনে ঐক্য বদ্ধ কাকড়াজান এর এক মতবিনিময় সভায় উপস্থিত থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে সাবেক টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য, গোলাম কিবরিয়া বাদল তাঁর প্রার্থীতা ঘোষনা করেন।
এসময় উপস্থিত ছিলেন কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল, সাবেক চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম বিদ্যুৎ, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ মেম্বার,বীর মুক্তিযোদ্ধা শামসুল হক,কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ডিএম শফিকুল ইসলাম লেবু,সাধারণ সম্পাদক আবু তাহের বিএসসি,রুহুল আমিন মেম্বার,সাবেক উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ আরিফ সরকার প্রমুখ।
ব্যক্তি জীবনে গোলাম কিবরিয়া বাদল বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ সময়ের রাজনীতিবিদ।সখীপুর বাসাইল এর প্রয়াত ৪ বারের সংসদ সদস্য কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান এমপির হাতে তৈরি ছাত্র লীগ থেকে বেড়ে ওঠা ও সখীপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য আজকের গোলাম কিবরিয়া বাদল।প্রায় ৩ যুগের বেশি দীর্ঘ তার রাজনৈতিক ক্যারিয়ার।সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে বিজয়ের ব্যাপারেগোলাম কিবরিয়া বাদল শতভাগ আশাবাদী।সেবক হতে চাই' শাসক নয়" এমন মন্তব্য করে তিনি আরও বলেন,"আমি বিজয়ী হলে সখীপুর উপজেলাকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাদকমুক্ত,সন্ত্রাস,চাঁদাবাজিমুক্ত আধুনিক স্মার্ট উপজেলা বিনির্মানে সর্বাত্তক প্রচেষ্টা চালিয়ে যাব এবং নিজে প্রতারিত হব না জনগণকেও প্রতারিত হতে দেব না।এছাড়াও তিনি বন বিভাগের অসাধু কর্মকর্তাকে কঠিন হুশিয়ারী দেয়।