চট্টগ্রাম পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামের সন্তান ক্রীড়া সংগঠন মিডিয়া কর্মী একাত্তর সংবাদ,ও দৈনিক স্বাধীন ভোর পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চীফ,দৈনিক আইবার্তা, সিটিজি ক্রাইম নিউজ,সিটিজি টিভি,এসএফ টিভি,দৈনিক বিজয় বাংলাদেশ,দৈনিক নাগরিক সংবাদ পত্রিকার চট্টগ্রাম জেলা প্রতিনিধি সকলের প্রিয়মুখ মোঃহাসানুর জামান বাবু গুরুতর অসুস্থ অবস্হায় চট্টগ্রাম শহরে নিজ বাসায় তিনদিন যাবৎ অসুস্থ আছেন।
তার ১০৩ডিগ্রী জ্বর, নাগ কান গলায় সমস্যা কোমড়ে প্রচণ্ড ব্যথা সহ বিভিন্ন শারীরিক সমস্যা ভুগছেন।গতকাল বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পরও কোন পরিবর্তন হয়নি।তার পরিবারের পক্ষ থেকে সকল সহকর্মী আত্নীয় স্বজন সহ সকলের কাছে দোয়া আশীর্বাদ /কামনা করেছেন। আমরা মিডিয়া পরিবারের পক্ষ থেকেও উনার আশু রোগমুক্তি কামনা করছি।