
পিরোজপুর “কাউখালী উপজেলা প্রেসক্লাবে” সংবাদ সম্মেল করেন, বীর মুক্তিযোদ্ধা এম এ মোত্তালিব মিয়া।
২৫/০১/২০২৩ তাং বৃহস্পতিবার,লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ টেকনোলজি ফাউন্ডেশন রেজিঃ নং-১৪১, প্রধান কার্যালয় কদমতলা বাজার, সাতক্ষীরা এর আওতায় আইন বহিভূত ভাবে কাউখালীতে প্যারামেডিকেল এন্ড নাসিং ইনস্টিউট নামের একটি অবৈধ প্রতিষ্ঠান চালু করা হয়েছে। যা বর্তমানে সরকারি নিয়ম অনুযায়ী বন্ধ আছে। যিনি চালু করেছেন সে একজন দন্ত চিকিৎসক, মোঃ সাইফুল্লাহ সিদ্দিকী, গ্রাম:-দাসেরকাঠি কাউখালী ৩ নং সদর।
বর্তমানে তিনি কাউখালী সদরে মানিক মিয়া কিন্ডার গার্ডেন সংলগ্ন, একটি দন্ত চিকিৎসালয় সেবা ব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ে আছেন।মোত্তালিব মিয়া আরো বলেন, তিনি দন্ত চিকিৎসালয়ের পাশাপাশি ভূয়া প্রতিষ্ঠান খুলে বিভ্রান্ত করে আসছে, ইতিপূর্বে ভোক্তা অধিকার সহ প্রশাসনিক ভাবে তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সহ জরিমানা করা হয়েছে। প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে অভিযুক্তের বিরুদ্ধে, এ বিষয়ে আইনগত ব্যাবস্থা গ্রহণের আবেদন জানাই এবং আমাদের উপজেলায় ৩টি প্রতিষ্ঠান চলমান আছে, যাহার মাধ্যমে এলাকার দক্ষ জনশক্তি তৈরী হবে বলে আমি আশাকরি। এ বিষয়ে সাইফুল্লাহ সিদ্দিকীর কাছে আমরা জানতে চাহিলে তিনি বলেন,আমরা নিয়ম অনুযায়ী কাউখালীতে প্যারামেডিকেল এন্ড নাসিং ইনস্টিউটসহ বাংলাদেশ টেকনোলজি ফাউন্ডেশনের সকল নিয়ম কানুন মেনে পরিচালনা করছি এবং বিভিন্ন নাম ব্যবহার করার অনুমতি আছে।










