
শাহজাদপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় শাহজাদপুর, চৌকি আদালতের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়।রবিবার, ২৮ জানুয়ারি, টুর্নামেন্টটি উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন জনাব গোলাম রব্বানী, সিনিয়র সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মহিউদ্দিন রাসেল, বেঞ্চ সহকারী, সিনিয়র সহকারী জজ আদালত, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সোহেল রানা, সিনিয়র জজ, শাহজাদপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ খাইরুল বাশার, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব শেখ কাজল সহ সিনিয়র জজবৃন্দ, বার কাউন্সিলের নেতৃবৃন্দ এবং আদালতের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।
টুর্নামেন্টে এ ও বি গ্রুপে ৬ টি করে মোট ১২ টি দল অংশগ্রহণ করেছে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ সোহেল রানা বলেন, প্রযুক্তির উন্নয়নের ফলে আমরা খেলাধুলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। আমরাও বিচার কাজ ও আদালত নিয়ে ব্যস্ত সময় পার করি। তাই এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের মাধ্যমে আনন্দের পাশাপাশি খেলাধুলার সঙ্গে সকলে যুক্ত হওয়ার একটি সুযোগ তৈরি হবে।










