
ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সং*ঘর্ষ আ*হত তিনজন
আলমডাংগা উপজেলার জামজামী তে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ তিনজন আহত হয়েছেন।রবিবার বিকাল ০৪.৩০টার দিকে জামজামী টু আলমডাংগা রোডে জামজামী নাসির মেম্বারের বাসার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন আলমডাংগা উপজেলার ডাউকি ইউনিয়ন এর ডাউকি গ্রামের মৃত জামাত আলীর ছেলে খেদ আলী ও ভ্যানচালক মিন্টু আলী পিতা:ছানোয়ার মুন্সী মোটরসাইকেল আরোহী রিমন আলী পার্শ্ববর্তী কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়নের নৃসিংহপুর(রসুনপুর)এলাকার বাসিন্দা ।
স্থানীয়রা জানান, ভ্যান নিয়ে মিন্টু আলী ডাউকি গ্রাম থেকে জামজামী বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। জামজামী নাসির মেম্বার এর বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে তার পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী রিমন আলীআহত হন এবং গুরুত্বর আহত হন পাখি ভ্যান যাত্রী খেদ আলী ও ভ্যানচালক মিন্টু ।
প্রত্যেক্ষদর্শীরা জানায় আলমডাংগার দিক থেকে পাখিভ্যান আসতে ছিলো এবং বিপরীত দিক জামজামী বাজার হতে মোটরসাইকেল আরোহী বেপোরোয়া গতিতে আসছিলো এই সময় মোটরসাইকেলের সামনের চাকার হাওয়া না থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাখিভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।।
বিষয়টি নিশ্চিত করে জামজামী পুলিশ ক্যাম্পের আই সি (এসআই) শরিয়তউল্লাহ জানান, আহতদের উদ্ধার করে প্রথমে জামজামী বাজারের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তিনি বলেন, ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিকেও উদ্ধার করে জামজামী পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে জামজামী পুলিশ ক্যাম্প আই সি (এস আই) শরিয়ত উল্লাহ ।।










