
হিজলায় অবৈধ জাল নির্মুল ও জাটকা ইলিশ রক্ষায় বিশেষ কম্বিং অপারেশন ৷
বরিশাল হিজলা উপজেলায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করছে।
চলমান অভিযানের অংশ হিসেবে জাটকা সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে, ২৮ জানুয়ারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, মেঘনা নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হিজলা থানা পুলিশের সহযোগিতায়, জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনা করেছে । অভিযানের নেতৃত্বে ছিলেন, হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার, জনাব এম এম পারভেজ ।
এ সময় আনুমানিক ১৬০ কেজি জাটকা জব্দ করে, হিজলার বিভিন্ন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়েছে ।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব এম এম পারভেজ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের জাটকা আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ । ইলিশের টেকসই উৎপাদন বৃদ্ধির লক্ষে এ অভিযান চলমান থাকবে ।










