
গোবিন্দগঞ্জ কলেজের দর্শন বিভাগের প্রধান অধ্যাপক রমেন্দু বিকাশ দে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা
সুনামগঞ্জ ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রমেন্দু বিকাশ দে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (২৮ জানুয়ারী) ১২ ঘটিকায় উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থীর পক্ষ থেকে দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রমেন্দু বিকাশ দে আমেরিকা সফর শেষে স্বদেশ প্রত্যাবর্তন করায় কলেজে এক সংবর্ধনা দেওয়া হয়।
দীর্ঘ আড়াই মাস আমেরিকার বিভিন্ন দেশ সফর শেষে তিনি রবিবার কলেজে আগমন করেন।
এসময় সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মহী উদ্দিন, সহযোগী অধ্যাপক (বাংলা) শামসুন নাহার, সহকারী অধ্যাপক(দর্শন) বরণ কুমার চৌধুরী, সহকারী অধ্যাপক (অর্থনীতি) শাহ শফিকুল আলম, সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) রতিলাল রায়, চন্দন চন্দ্র দেবনাথ
প্রদর্শক, প্রভাষক সাবিনা নবী,প্রভাষক মরিয়ম মুক্তা, পরিচালনা করেন মামুন আল রাহাত, ইকবাল হুসাইন তামিম, লোকমান আহমদ, এমজাদ হুসেন,জাহির উদ্দিন মিলন সহ দর্শন বিভাগের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।










