
মান্দায় ভুট্টা চাষে কৃষকের স্বপ্ন পূরনের আশা।
গ্রামীণ অর্থনীতিতে সুবাতাস দিচ্ছে ভুট্টা চাষ। স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে ভুট্টা চাষে ঝুঁকেছে মান্দার প্রান্তিক কৃষকরা।
সরেজমিতে মান্দা উপজেলার ১৪ টি ইউনিয়রে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মাঠে মাঠে ভুট্টার আবাদ।মান্দা উপজেলার নুরুল্যাবাদ, কালিকাপুর, প্রসাদপুর, বিষ্ণুপুর, কসব ইউনিয়ন সহ প্রায় সব এলাকায় কম বেশি ভুট্টা চাষ হয়েছে। কৃষকের সাথে কথা হলে তারা জানান,আমরা কৃষক মানুষ তাই কৃষি কাজের সাথে জড়িত সব ফসলি করি দিনে দিনে ভুট্টার দাম ও বাড়ছে বাজারে ৬০০ থেকে শুরু করে১৪০০ পর্যন্ত ভুট্টা বিক্রয় করেছি।আশা করা যায় এবারো ভুট্টার ফলন ভালো হবে
এব্যাপারে মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা সারমিন জানান ,রবি মৌসুমে ৭২০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছিলো এপর্যন্ত ৪৮০ হেক্টর অর্জিত হয়েছে। অর্জিত কম হয়েছে কারণ অনেকে আলু রোপন করেছিল দাম ভালো পাবার কারনে তবে আবহাওয়া ভালো আছে ভুট্টার ভালো ফলন হবে।










