
নির্বাচন পরবর্তী জেলা আওয়ামীলিগের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
তৃনমূল পর্যায়ের আওয়ামীলীগের নেতা কর্মীদের সাথে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা করলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলিগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
গত ৭ জানুয়ারী সম্পন্ন হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনে চুয়াডাঙ্গা ১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয় লাভ করেন বার বার নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক হুইপ জননেতা বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন এমপি। আজ ২৭ জানুয়ারী বিকেলে সোলায়মান হক জোয়ার্দ্দারের ভাই চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলিগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে কালিদাসপুর ইউনিয়নের ২ টা ওয়ার্ড অর্থাৎ পাইকপাড়া ও পারকুলা গ্রামের আওয়ামীলীগের সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি এই অঞ্চলের নেতাকর্মীদের বিভিন্ন দাবিদাওয়া শুনেন এবং তা পরিপূর্ণ করার ব্যাপারে শতভাগ আশ্বাস প্রদান করেন। আমির হোসেন দুলালের সঞ্চালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাদ আহম্মেদ, সহ সভাপতি সমের আলী, সহ সভাপতি সারা বিশ্বাস, সেক্রেটারি আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জয়েন সেক্রেটারি আব্দুল মালেক, ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মোঃ টুটুল আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শেখ সাইফুল ইসলাম, ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি মোঃ এনামুল হক, ইউনিয়ন আওয়ামীলীগ এর প্রচার সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, আওয়ামীলীগ নেতা আসাদুল হক, উজ্জল হোসেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি নাজিম, ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সুমন, সবুজ ছাড়াও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের নেতা কর্মীরা।
মতবিনিময় অনুষ্ঠান শেষে পার্শবতী পাইকপাড়া এতিম খানা ও লিল্লাহ বোর্ডিং এ মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন ও এতিমদের নগদ অর্থ দিয়ে সহযোগীতার আশ্বাস দেন রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।










