
হিজলা ও মেহেন্দীগঞ্জে, রহমান এন্ড নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ৷
বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে, রহমান এন্ডা নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করার লক্ষে আজ হিজলা ও মেহেন্দীগঞ্জ আসেন, বিশিষ্ট সমাজসেবক , বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের সিনিয়র আইনজীবী, আলহাজ্ব ব্যারিষ্টার এ এম মাছুম ৷
তিনি হিজলা উপজেলার দুইটি ইউনিয়ন ও মেহেন্দীগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নে গরিব অসহায় দারিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
ব্যারিস্টার এ এম মাসুম বলেন, আপনাদের কাছে আমাদের যে চাওয়া, গত বছর আমার মা ইন্তেকাল করেছেন তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন , এবং আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে অসুস্থ, আমার বাবাকে যেন সুস্থ করে দেন ৷ আমরা সর্বসময় আপনাদের পাশে থাকবো এবং গরিব দুঃখী অসহায়দের সাহায্য সহযোগিতা করে যাবো ৷
কম্বল বিতরন কালে, কাসেমুল উলূম ইসলামীয়া মাদ্রাসা, শামসুন্নাহার মহিলা মাদ্রাসা ও লূৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা সালাহউদ্দিন খান বলেন, রহমান এন্ড নেছা ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী, এফ এ আর গ্রুপের চেয়ারম্যান, আলহাজ্ব আব্দুল কাদের ফারুক ১৯৯০ সাল থেকেই অসহায় ও গরিবদের কে, গরু, নগদ অর্থ,শীত মৌসুমে সোয়েটার, কম্বল, ঈদ উপলক্ষে শাড়ি লুঙ্গি থ্রি পিস, রমজানে বিভিন্ন মসজিদে ইফতার সহ নানা পণ্য দিয়ে আসছে। এছাড়াও অসহায় পরিবারের ছেলে-মেয়ে বিয়ে সহায়তা দিয়ে আসছে। এক কথায় এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আত্ম-মানবতার সেবায় নিয়োজিত।
এ সময় উপস্থিত ছিলেন, এফ এ আর গ্রুপের ডায়রেক্টর আলহাজ্ব আবুল খায়ের মানিক, মাষ্টার মোঃ আহসানউল্লাহ, হানিফ খাঁন সহ স্থানীয় ব্যাক্তিবর্গ ৷










