
ছোট চাচার বিরুদ্ধে জোর পূর্বক জমি দখল অপচেষ্টার অভিযোগে ভাতিজার সংবাদ সম্মেলন
মামুমুর রহমান,ঈশ্বরদী,পাবনা: পঁয়ত্রিশ বছর আগে
পিতামাথার ক্রয়করা জমিতে বাড়ি করে বসবাস করা অবস্থায় ছোট চাচা লুৎফর রহমানের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে নিজ পজিশন ছেড়ে রাস্তার সামনের ভাইভাবীর জমি দখল করার চেষ্টার অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন ভাতিজা বেলাল হোসেন। ২৫.০১.২০২৪ ইং বুধবার রাতে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে লিখিত বক্তব্য দেন বেলাল হোসেন। এসময় বেলালের বন্ধু মিঠু রহমান ও মানিক রহমান। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে বেলাল হোসেন বলেন, আমার পিতা মসলেম হোসেনের প্রচেষ্টায় ও নেতৃত্বে পঁয়ত্রিশ বছর আগে প্রায় ত্রিশ কাঠা (৫০ শতাংশ) জমি ক্রয় করা হয়। জমি ক্রয় করার পর আমার পিতা মসলেম হোসেনের নামে ১০ কাঠা,মাতা শাহিদা বেগমের নামে প্রায় ১১ কাঠা ও ছোট চাচা লুৎফর রহমানের নামে ১০ কাঠা জমি রেজিষ্ট্রি করা হয়। চলাচলের পাকা রাস্তাকে সামনে রেখে তিন জনের প্রত্যেকের জমি ভাগ করে দেওয়া হয়। আমার পিতা মসলেম হোসেন ও মাতা শাহিদা বেগমের অংশের মেষ দিক থেকে বাড়ি করে ও রাস্তার দিকের অংশে বনায়ন করে বসবাস করে আসছিলাম। কিন্তু হঠাৎ করে সম্প্রতি আমার চাচা লুৎফর রহমান তার গং নিয়ে প্রভাব খাটিয়ে আমার পিতামাতার জমির সামনের অংশের বনায়নকৃত দামি জমি দখল করার অপচেষ্টা করে। এতে এলাকাবাসীরা বাধা দিলে বিষয়টি পৌরসভায় শালিশ বৈঠকেও সমাধান না হওয়ায় আমাকে হুমকি ধামকি দেওয়ায় বর্তমানে আমি ভীত সন্ত্রস্ত অবস্থায় দিনাতিপাত করছি। সংবাদ সম্মেলনে বেলালের দেওয়া বক্তব্য সঠিক না বলে অভিযুক্ত লুৎফর রহমানের ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে।










