
বরিশাল হিজলা উপজেলায় ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের প্রশ্নবিদ্ধ অভিযান । মালিকের দাবি সময় মত অর্থ না দেওয়ায় ভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার মেমানিয়ার চড়ে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের পরিচালনা ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি ৷ পরিবেশ অধিদপ্তরের এ অভিযানকে ভিন্ন চোখে দেখছেন হিজলার ইট ভাটার মালিকপক্ষ । তাদের দাবি এটি পক্ষপাত মূলক বিচার হয়েছে । ইট ভাটার মালিক রিয়াজ তালুকদার জানান, বরিশাল পরিবেশ অধিদপ্তর কোনরকম নোটিশ ছাড়াই হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নে তার ইট ভাটায় তাণ্ডব চালিয়ে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করে দিয়েছে । উপজেলায় একাধিক ইটভাটা পরিচালনা করে আসছিলেন তারা । নিয়মিত পরিবেশ অধিদপ্তরকে মাসোয়ারা দিয়ে আসছেন । তবে কেন, কোন কারণে তার ভাটাটি গুড়িয়ে দিয়েছে বরিশাল পরিবেশন অধিদপ্তর তা জানায়নি ।
ভিউ: ৩৭৫










